মহাসড়ক থামিয়ে সাংবাদিকদের আর্তনাদ: ‘সুরক্ষা আইন চাই, আর কোনো লাশ নয়’

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 11, 2025 - 19:35
 0  8
মহাসড়ক থামিয়ে সাংবাদিকদের আর্তনাদ: ‘সুরক্ষা আইন চাই, আর কোনো লাশ নয়’

গাজীপুরে সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবার রাজপথ অবরোধ করে নিজেদের ক্ষোভ ও অসহায়ত্বের কথা জানালেন মাদারীপুরের সাংবাদিকেরা। সোমবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকাটি সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এক রণক্ষেত্রে পরিণত হয়। ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির এই আয়োজনে বন্ধ হয়ে যায় যান চলাচল, রাজপথ থেকেই ভেসে আসে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সুবিচারের আকুতি।

মাদারীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন। তাদের সবার কণ্ঠে ছিল একটাই সুর—সত্য প্রকাশ করতে গিয়ে আর কত সাংবাদিককে প্রাণ দিতে হবে?

বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক সমকালের প্রতিনিধি মুফতি ফরিদ উদ্দিন বলেন, "তুহিনকে হত্যা এবং আনোয়ারকে হত্যাচেষ্টা বিচ্ছিন্ন ঘটনা নয়। চাঁদাবাজির মতো অপরাধের খবর প্রকাশ করায় তাদের ওপর এই হামলা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারকে গলা টিপে হত্যা করার শামিল।"

মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে বলেন, "বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ এই পরিস্থিতি। অচিরেই 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন করে তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই।"

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে এবং এস এম আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে চ্যানেল ২৪-এর প্রতিনিধি সাগর তামিম, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেনসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত থেকে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow