ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন জুস তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অপরিচ্ছন্নভাবে তৈরি করা জুস বিক্রির দায়ে দুইটি দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া হয়।
অভিযানে ‘নাফিস জুস’ ও ‘রকমারী জুস হাউস’ নামের দুইটি প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন দই, বরফ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে জুস তৈরি করছিল। এছাড়া, প্রস্তুতকৃত জুস সঠিকভাবে সংরক্ষণ না করায় তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল।
এসব অপরাধের ভিত্তিতে ‘নাফিস জুস’ কে ১২ হাজার এবং ‘রকমারী জুস হাউস’ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত উপায়ে জুস তৈরি ও বিক্রির নির্দেশ দেওয়া হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে চলবে।
What's Your Reaction?






