“বিএনপির কোন নেতা বা কর্মী অন্যায় করলে ছাড় নেই” — শামা ওবায়েদ

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
Jul 11, 2025 - 22:32
 0  8
“বিএনপির কোন নেতা বা কর্মী অন্যায় করলে ছাড় নেই” — শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “দলের কোনও নেতা বা কর্মী অনৈতিক বা অন্যায় কাজে জড়িত থাকলে কেউ ছাড় পাবে না। এর দায় তাকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। বিএনপি কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।”

শুক্রবার (১১ জুলাই) বিকালে ফরিদপুর-২ আসনের অন্তর্গত সালথা উপজেলার সাহাপাড়া এলাকায় বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে অন্তবর্তীকালীন সরকার রয়েছে এবং তারা একটি সুন্দর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখাও দিয়েছেন। এমতাবস্থায়, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে জনগণের পক্ষে কাজ করতে হবে। গ্রুপিং, কোন্দল বা দলাদলির কোনো সুযোগ নেই। এসব করে যারা পালিয়ে গেছে, তারাই লাভবান হবে, আমাদের নয়।”

সালথা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “এখানে ভালো কলেজ নেই, চিকিৎসার ভালো ব্যবস্থা নেই, কোনো শিল্প প্রতিষ্ঠান নেই—এসব উন্নয়ন আমাদের করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি।”

এসময় আরও উপস্থিত ছিলেন—সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার,
সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট লাভলু, দপ্তর সম্পাদক আবুল বাসার মাস্টার, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, ছাত্রদল নেতা রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow