বালিয়াকান্দিতে তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সম্পৃক্তকরণে কর্মশালা

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
May 27, 2025 - 19:23
 0  5
বালিয়াকান্দিতে তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সম্পৃক্তকরণে কর্মশালা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে “স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনকে সম্পৃক্তকরণ জরুরি” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে জঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালার আয়োজন করে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা। কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)।

জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন রাজবাড়ীর জাহানারা বেগম ডিগ্রি কলেজের প্রভাষক সুজয় কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশধর ঘোষ, মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এবং গ্রামীণ ব্যাংক জঙ্গল শাখার ম্যানেজার নিবারণ কুমার ঘোষ।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের পরিচালক মোকাররম হোসেন।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে শুধু সরকারি নীতি নয়, প্রয়োজন তৃণমূলে সচেতনতা এবং সামাজিক উদ্যোগ। তারা তামাক চাষ হ্রাসে কৃষকদের উৎসাহিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই কর্মশালার মাধ্যমে তামাকবিরোধী আন্দোলনে বেসরকারি খাতের কার্যকর সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow