কাপ্তাইয়ে ‘ইমপাওয়ারমেন্ট’ প্রকল্পের পরিদর্শন কর্মশালায় সচেতনতা ও অংশীদারিত্বের আহ্বান

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর 'EMPOWERMENT' (Enhancing Marginalised People with Equity, Rights, Mentorship and Engagement for Nation-building and Transformation) প্রকল্পের ইন্সপেকশন ওয়ার্কশপ। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩টায় আশিকার রাঙ্গামাটি অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়নে ছিল সিভিক এনগেজমেন্ট ফান্ড।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, “আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট গ্রামীণ তৃণমূলে কিশোর-কিশোরী, বাল্যবিবাহ, স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক সহিংসতা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসব বিষয়ে শুধু এনজিও নয়, আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আমরা চাই, তারা আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করুক।”
আশিকার মনিটরিং অফিসার রত্ন জ্যোতী চাকমার উপস্থাপনায় ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ১০০ নম্বর মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং এনজিও সমন্বয়কারী বিজয় মারমা।
প্রকল্প পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার দীধিতি চাকমা। তিনি জানান, 'EMPOWERMENT' প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে সিএসও, সিবিও এবং সিসিএমদের নিয়ে সহযোগিতা ও অংশীদারিত্বমূলক নেটওয়ার্ক গঠন করা হবে। এছাড়া, প্রকল্পের আওতায় লিঙ্গভিত্তিক সহিংসতা, মানব পাচার, বাল্যবিবাহ, মাসিক স্বাস্থ্যবিধি, মানবসম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা, জেন্ডার, যৌন হয়রানি বিরোধিতা এবং 'ডু-নো-হার্ম' ভিত্তিক তথ্য অবমুক্তকরণ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ওয়ার্কশপের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আশিকার প্রজেক্ট ম্যানেজার বিপ্লব চাকমা। তিনি বলেন, “আমরা তৃণমূলে কাজ করছি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। এই প্রকল্প কাপ্তাই উপজেলায় নাগরিক অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং অধিকতর সহনশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।” স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালাটি এলাকায় সচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম জোরদারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?






