বাংলাদেশে জঙ্গিবাদ নেই, ‘জঙ্গি’ ট্যাগ প্রত্যাখ্যান করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (৬ জুলাই) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো শাখা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কয়েকজনকে জঙ্গি তকমা দিয়ে ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশের মহাপরিচালক (আইজিপি) যে পাঁচজন বাংলাদেশিকে জঙ্গি সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছেন, তারা কেউই দেশে ফেরেনি। তাদের ব্যাপারে এখনো তদন্ত চলছে এবং সরকারিভাবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।”
মালয়েশিয়ার আইজিপির বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তিনি কী বলেছেন, সেটা আমি জানি না। কারণ সরকারিভাবে আমাদের কাছে এমন কোনো বার্তা আসেনি। তবে বিভিন্ন মাধ্যমে যেটুকু তথ্য এসেছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।”
বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল হয়েছে। গত ১০ বছরে আপনারা কি কোনো জঙ্গিবাদের তথ্য পেয়েছেন? যখন ছিল, তখন প্রকাশ করেছিলেন। এখন নেই, তাই কোনো তথ্যও আসছে না।”
বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমরা মনে করি, বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ সরকার জঙ্গি সংশ্লিষ্ট যেকোনো অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখে থাকলেও, দেশের মাটিতে বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই বলেই মনে করছে সরকার।
What's Your Reaction?






