ফ্যাসিস্ট সরকারের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না

"তারা ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদের দিয়ে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।" আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের নিরপেক্ষতা নিয়ে এভাবেই সরাসরি প্রশ্ন তুললেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির। তার মতে, বর্তমান সরকারের সময়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দিলেই কেবল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহিদুল কবির আরও বলেন, "ফ্যাসিস্ট সরকারের অনুগত শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দিলে তবেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এ কারণেই তাদের দিয়ে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয়।"
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, র্যালিটি সিরাজদিখান উপজেলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
What's Your Reaction?






