ফরিদপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকা থেকে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিন্টু মোল্যাকে গ্রেফতার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই অভিযান চালানো হয়।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ)/৩০ ধারায় দায়েরকৃত নং- ২২০/১৯ মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মোঃ মিন্টু মোল্যা (৩৭), পিতা- মৃত নিফাজউদ্দীন, সাং- কুজুরদিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, দীর্ঘদিন পলাতক ছিলেন।
অভিযানে তাকে তাম্বুলখানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, সমাজে অপরাধ দমনে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






