চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত : শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯৭১ সালের ৮ই মে, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। এই দিনটিকে স্মরণ করে আজ বৃহস্পতিবার “১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি”র উদ্যোগে পালিত হয়েছে গণহত্যা দিবস।
এ উপলক্ষে সকালেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রবোধ কুমার সরকার (পি কে সরকার), জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর সাহা তপু, এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান আব্দুল মান্নান, খবির উদ্দিন আহমেদ, জৈনুদ্দিন শিকদার, মানিক ফকির, সুশীল কুমার শিকদার, নারী মুক্তিযোদ্ধা চারুবালা প্রমুখ।
বক্তারা বলেন, "চরভদ্রাসনের গণহত্যা শুধু একটি অঞ্চল নয়, গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা, যা নতুন প্রজন্মকে স্বাধীনতার মূল্য শিখতে সাহায্য করবে।"
অনুষ্ঠানে স্থানীয় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা সদস্যরাও অংশ নেন। তারা দিবসটির সরকারি স্বীকৃতি ও সংরক্ষণের দাবিও জানান।
What's Your Reaction?






