ফরিদপুরে মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন, তিন দফা দাবি পেশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 18, 2025 - 11:08
 0  2
ফরিদপুরে মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন, তিন দফা দাবি পেশ

ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- প্রথমত, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃতদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিতে ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ শেষে সিডিসি প্রদান করে আন্তর্জাতিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, সরকারি মেশিন ও ইঞ্জিন সংশ্লিষ্ট সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের ব্যবস্থা চালু করতে হবে।

তৃতীয়ত, বিএমইটি-এর অধীন সরকারি মেরিন ইনস্টিটিউটগুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর ও টিটিসি-তে সরাসরি ইন্সট্রাক্টর হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, তারা চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করলেও পেশাগত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সমুদ্রগামী জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পাচ্ছেন না।

তারা বলেন, "আমরা যদি বৈদেশিক জাহাজে কর্মসংস্থানের সুযোগ পাই, তবে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।"

শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে শাটডাউন কর্মসূচির মতো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow