ফরিদপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা খাদ্য গুদামে ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এলএসডি নগরকান্দার আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য তিলোক কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফজাল হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশিকুর রহমান মোল্যা, নগরকান্দা প্রেসক্লাব সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ইয়াদ, মাইটিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, বাঙালি সময় প্রতিনিধি মিজানুর রহমান এবং ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক বিক্রেতা সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে— চাল (বোরো সিদ্ধ) ৭৪.০০০ মেট্রিক টন ও ধান (বোরো) ১৭১.০০০ মেট্রিক টন। গমের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা নেই।
সরকার নির্ধারিত মূল্যে চাল প্রতি কেজি ৪৯ টাকা, ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং গম প্রতি কেজি ৩৬ টাকায় কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
“আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন”— এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনের প্রথম দিনেই কৃষকদের কাছ থেকে ৩ টন ধান ও ২২ টন চাল সংগ্রহ করা হয়। তবে গমের কোনো সংগ্রহ হয়নি।
What's Your Reaction?






