নবীনগরে স্কুল শিক্ষার্থীদের উপহার স্বরূপ গাছের চারা বিতরণ

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
May 13, 2025 - 20:47
 0  4
নবীনগরে স্কুল শিক্ষার্থীদের উপহার স্বরূপ গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করেছে নবীনগর মডেল প্রেসক্লাব। পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রেজাউল করিম সবুজের উপস্থিতিতে পরিবেশ রক্ষা ও গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, “উন্নয়নের নামে আমরা প্রতিনিয়ত বন উজাড় করছি। যার ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্রতর হচ্ছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে।” তিনি অভিভাবকদেরও পরিবেশ সচেতন হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবীনগর মডেল প্রেসক্লাবের সুমন উদ্দিন সুমন, আশরাফুল হক রনি প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow