ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিলন শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার কোতোয়ালি থানাধীন একে.এম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন শেখের বাড়ি ফরিদপুর সদর উপজেলার হাকিম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিলন একটি ইটবোঝাই ট্রাক চালিয়ে ভাঙার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটির ওপর থেকে তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






