আলফাডাঙ্গায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 23, 2025 - 22:48
 0  6
আলফাডাঙ্গায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বিএনপি নেতা কাওছার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুজ্জামান খসরুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুদ মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow