ফরিদপুরে জিয়া মঞ্চের নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন

ফরিদপুরে নবগঠিত জিয়া মঞ্চের জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিয়ালের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। এ সময় কমিটির সদস্যসচিব এ বি সিদ্দিকী অপু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বে ঘোষিত জিয়া মঞ্চ ফরিদপুর জেলা কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তি থাকার কারণে কেন্দ্রীয় কমিটি সেটি বাতিল করে। পরবর্তীতে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তিনি আরও বলেন, “জিয়া মঞ্চ ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা বিএনপি ও কেন্দ্রীয় কমিটির পরামর্শে স্বল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






