ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ফরিদপুর জেলার জন্য অনুমোদিত বরাদ্দের অর্থ প্রদানের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ আয়োজন করা হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের সভাপতি হরে কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গুরুপদ বিশ্বাস, পলাশ বিশ্বাস অজয়, অরূপ বিশ্বাস, বিপ্লব কুমার মালো, রাজকুমার সরকার, সোমা বিশ্বাস প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন এবং সাংবাদিক-সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও বর্তমান সরকারের সময় কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ এখনো তারা পাননি। বক্তারা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশই মাছ চাষের উপর নির্ভরশীল। কিন্তু পুকুরে মাছ না থাকা এবং জলাশয় শুকিয়ে যাওয়ায় তাদের পক্ষে মাছ চাষ করা সম্ভব হচ্ছে না। সরকারি বরাদ্দ না পেলে তাদের জীবিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে বক্তারা উল্লেখ করেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
What's Your Reaction?






