আত্রাইয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মো: নূরে আলম সিদ্দিক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 28, 2025 - 16:36
 0  1
আত্রাইয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মো: নূরে আলম সিদ্দিক

নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য থাকা সহকারি কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: নূরে আলম সিদ্দিক। তিনি ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং গাইবান্ধা জেলার সন্তান।

উপজেলার এসিল্যান্ডের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। নতুন এসিল্যান্ডকে যোগদানের দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফুল দিয়ে বরণ করে নেন তিনি।

যোগদানকালে মো: নূরে আলম সিদ্দিক বলেন, “ভূমি অফিসকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে সাধারণ মানুষের আস্থার জায়গায় রূপান্তরিত করতে কাজ করব। কেউ যেন ভোগান্তিতে না পড়ে, সেটিই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও জানান, অতীতে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, তা দূর করে একটি সেবামূলক ভূমি অফিস গড়ে তুলতে তিনি সর্বস্তরের সহযোগিতা চান।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে আত্রাই উপজেলার ভূমি সেবায় নতুন দিগন্তের সূচনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow