ফরিদপুরের আলফাডাঙ্গায় দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে আয়োজিত এ কর্মশালায় দলিল লেখার সঠিক নিয়ম ও প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারী দলিল লেখকদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “দলিল লেখকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব।”
আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রার সুজন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মধুখালী থানার সাব রেজিস্ট্রার আল মাহমুদ, নগরকান্দা থানার সাব রেজিস্ট্রার মাহবুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সনদপ্রাপ্ত দলিল লেখকরা তাদের পরিচিতি তুলে ধরেন এবং অভিজ্ঞতা ভাগাভাগি করেন। উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, আমিরুল ইসলাম মাহাবুব, স্বপন কুমার সিকদার, বাচ্চু মিয়া, জাকিরুল আলম বাবু, খান শওকত আলী, মফিজুর রহমান, মাহবুব, সোহেল চৌধুরী, নজরুল ইসলামসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে সুজন বিশ্বাস বলেন, “এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো দলিল লেখকদের মধ্যে পেশাগত দায়িত্ববোধ ও নিয়মশৃঙ্খলা গড়ে তোলা। ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহব্যঞ্জক। এতে দলিল লেখকদের মধ্যে সচেতনতা ও পেশাগত মনোভাব জোরদার হয়েছে বলে মন্তব্য করেন অনেকেই।
What's Your Reaction?






