পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে: ডিআইজি

"পুলিশকে হতে হবে ফ্যাসিবাদমুক্ত এবং জনবান্ধব। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে বজায় রেখে জনসাধারণের সেবা নিশ্চিত করতে হবে,"— কথাগুলো বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।
বুধবার (২ জুলাই) সকালে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, "ফরিদপুরে কোনো ফ্যাসিবাদ থাকবে না। ফ্যাসিবাদী আগ্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।" তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য একটি ফ্যাসিবাদ ও মাদকমুক্ত নতুন দেশ এবং একটি স্মার্ট পুলিশবাহিনী গড়ে তোলা।"
দলমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "থানায় সাহায্যপ্রার্থী কোনো ব্যক্তি যেন পুলিশি সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সর্বোচ্চ নজর রাখতে হবে। পুলিশ বাহিনী কোনো অনিয়মের সঙ্গে আপোস করবে না।"
পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে ডিআইজি বলেন, "তাদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ এখানে কথা বলতে পারছি।"
এ সময় মিডিয়া কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা তথ্য চাইলে তাদের অবশ্যই সহযোগিতা করতে হবে এবং তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।"
জেলা পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
What's Your Reaction?






