পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 2, 2025 - 17:03
 0  1
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হলো "মৌসুমী ফল উৎসব ২০২৫"। বুধবার (২ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে দেশীয় নানা জাতের ফলের সমাহার দেখা যায়।

ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন ফল, লটকন, করমচা, সফেদা, কামরাঙ্গা, কাউফল ও ডেউয়াসহ স্থানীয় ও জনপ্রিয় মৌসুমী ফল প্রদর্শিত হয়। উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তাঁরা ফলগুলো দেখেন, স্বাদ গ্রহণ করেন এবং ফলের গুণাগুণ সম্পর্কেও অবগত হন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততায় পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বেলা ১১টায় ফিতা কেটে উদ্বোধনের সময় তিনি বলেন, “ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই ফল উৎসব। আমাদের দেশে শতাধিক প্রজাতির মৌসুমী ফল উৎপাদিত হলেও বর্তমান প্রজন্ম অনেক ফলের নাম বা স্বাদই চেনে না। এই আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। সুজলা-সুফলা এই ভূখণ্ডে আমরা বছরের বিভিন্ন মৌসুমে ফল ও সবজি উৎপাদন করি। এসব ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যসম্মতও। নিয়মিত দেশি ফল খেলে অনেক রোগবালাই থেকেও রক্ষা পাওয়া সম্ভব।” অনুষ্ঠানের শেষ দিকে উপাচার্য সকলকে যতটুকু সম্ভব খালি জায়গায় গাছ লাগাতে এবং বেশি করে দেশি ফল খাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। তাঁরা বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের আয়োজন শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, স্থানীয় ও জাতীয় পর্যায়েও ছড়িয়ে দেওয়া দরকার।”

অতিথি ও অংশগ্রহণকারীদের আনন্দঘন উপস্থিতি এবং ফলভিত্তিক উৎসবের সৌন্দর্যে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow