পিরোজপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণহল রুমে এ সেমিনার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুব।
এছাড়াও সেমিনারে অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার এবং উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরের চলমান কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে আলোচনা করেন। তারা উপকারভোগীদের দ্রুত ও সহজে সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
What's Your Reaction?






