পিরোজপুরে ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 14, 2025 - 15:22
 0  10
পিরোজপুরে ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে বিএনপি'র মিছিলে ককটেল বিস্ফোরণ মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন ফকির (৪৮) কে গ্রেফতার করেছে ইন্দুরকানি থানা পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন। নাসির উদ্দিন ফকির ভবানীপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ও একই ওয়ার্ডের বুরজুক আলী ফকিরের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ঘোষেরহাট বাজারে গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপি'র মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি জি/আর ৬৭/২৪ নং হিসেবে নথিভুক্ত। ঘটনার পর থেকেই নাসির উদ্দিন ফকির পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মারুফ হোসেন।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow