নবীন সদস্যকে বরণে প্রবীণের আশীর্বাদ, আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন শপথ

প্রবীণের অভিজ্ঞতার সঙ্গে নবীনের উদ্যম—এই দুইয়ের দারুণ এক সেতুবন্ধনে ফরিদপুরে নতুন দিগন্তের সূচনা করলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটি। সোমবার (৮ সেপ্টেম্বর) আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়াম ছিল করতালিতে মুখর। উৎসবমুখর এই আয়োজনে কমিটির সবচেয়ে নবীন সদস্য অ্যাডভোকেট হেমায়েত হোসেনকে যখন ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হচ্ছিল, তখন তা শুধু একজন তরুণকে সম্মান জানানো নয়, বরং ছিল আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার এক বলিষ্ঠ অঙ্গীকার।
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী নান্নু। নিজের বক্তব্যে তিনি তরুণ আইনজীবীদের মধ্যে প্রেরণার সঞ্চার করেন। তিনি বলেন, "আইন পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি ব্রত। সততা এবং নিষ্ঠাই হবে আপনাদের চলার পথের সবচেয়ে বড় শক্তি।" তাঁর এই দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মধ্যে নতুন করে কর্মস্পৃহা জাগিয়ে তোলে।
নতুন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার করে তুলে ধরেন আহ্বায়ক অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা। দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দেন, "এই কমিটি কেবল একটি সংগঠন নয়, ফরিদপুরের প্রতিটি আইনজীবীর অধিকার আদায়ের দুর্গ হয়ে উঠবে।" তাঁর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় সদস্য সচিব অ্যাডভোকেট শফিউদ্দিন মুন্সী শফিকের বক্তব্যেও। তিনি কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরে বলেন, তরুণদের মেধা ও প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদপুরে আইনের শাসন প্রতিষ্ঠায় এক নতুন অধ্যায়ের সূচনা করা হবে।
তবে সবার দৃষ্টি ছিল যার দিকে, সেই নবীনতম সদস্য অ্যাডভোকেট হেমায়েত হোসেন যখন বক্তব্য দিতে উঠলেন, তখন পিনপতন নীরবতা নেমে আসে। উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ হেমায়েত বলেন, "সিনিয়রদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার জন্য এক বিশাল পাওয়া। আমি কথা দিচ্ছি, অর্পিত দায়িত্ব পালনে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।" তাঁর এই বিনম্র ও প্রত্যয়ী বক্তব্যে উপস্থিত প্রবীণ আইনজীবীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
অ্যাডভোকেট এ.কে.এম হাবিবুর রহমান হাফিজসহ অন্যান্য সিনিয়র আইনজীবীদের মূল্যবান পরামর্শে অনুষ্ঠানটি পায় পূর্ণতা। সব মিলিয়ে, এই পরিচিতি সভাটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল ফরিদপুরের আইনজীবী অঙ্গনে নবীন-প্রবীণের এক সম্মিলিত পথচলার অনুপ্রেরণাদায়ক সূচনা, যা আগামীর দিনগুলোতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আলোকবর্তিকা হয়ে থাকবে।
What's Your Reaction?






