ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
May 7, 2025 - 22:32
 0  4
ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

থানচি উপজেলায় এক আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বান্দরবানের রোয়াংছড়িতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে ২০২৫) বেলা আড়াইটার দিকে রোয়াংছড়ি উসারা লাইব্রেরি সংলগ্ন মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রোয়াংছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় উসারা লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী চসিংথোয়াই মারমার সঞ্চালনায় ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনিলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুম্যাশৈ মারমা, খিয়াং সম্প্রদায়ের প্রতিনিধি শ্রীজন খিয়াং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি শাখার সভাপতি হ্লামংচিং মারমা, পিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন বান্দরবান জেলা কমিটির সভানেত্রী উলিসিং মারমা এবং রোয়াংছড়ি সাধারণ সচেতন জনতা মংয়ইচিং মারমা।

বক্তারা ধর্ষকদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পাহাড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আদিবাসী ছাত্র সমাজের সদস্য, অভিভাবকসহ প্রায় এক শতাধিক মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow