আত্রাইয়ে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 7, 2025 - 22:23
 0  3
আত্রাইয়ে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁর আত্রাইয়ে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বুধবার (৭ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এবার ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ২৪ এপ্রিল থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৩৩৫ মেট্রিক টন এবং চাল ১,০৫২ মেট্রিক টন। ধান কেনা হবে কেজিপ্রতি ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।" তিনি আরও বলেন, “জাতীয় খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, সহকারী উপ-খাদ্য পরিদর্শক সুব্রত কুমার। এছাড়াও চাউল কল মালিকদের মধ্যে রিংকু, হারুন-অর রশিদ, মোঃ নাজমুজ্জামান ভূট্র প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow