তুহিন হত্যার প্রতিবাদে ফুঁসে উঠলো রাণীনগরের সাংবাদিক সমাজ

সহকর্মীর রক্তে ভেজা রাজপথ, আর চুপ করে থাকার সুযোগ নেই। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবার ফুঁসে উঠলেন নওগাঁর রাণীনগরের সাংবাদিকরা। কলম ছেড়ে রাজপথে নেমে এসে তারা খুনিদের দ্রুত বিচার ও সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার (১০ আগস্ট) রাণীনগর উপজেলা পরিষদের গেটের সামনে 'উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকবৃন্দ' এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সকল গণমাধ্যমকর্মী অংশ নেন। তাদের ক্ষুব্ধ স্লোগান আর হাতে থাকা প্রতিবাদী প্ল্যাকার্ডে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "জেলখানায় রেখে বছরের পর বছর বিচার ঝুলিয়ে রাখা চলবে না। আমরা তুহিন হত্যাকারী ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টাকারী সকল সন্ত্রাসীর অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
তারা আরও বলেন, "সাংবাদিকদের ওপর বারবার হামলা প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের জীবন দিতে হয়, তবে দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আমরা আর কোনো সহকর্মীর লাশ দেখতে চাই না।"
সাংবাদিক সাইফুল ইসলাম, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিকসহ অন্য বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এই প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
What's Your Reaction?






