গণতন্ত্র পুনরুদ্ধারের ডাকে ফরিদপুর-১ চষে বেড়াচ্ছেন মনিরুজ্জামান মনির

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি ও জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় নিয়ে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও এই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান মনির। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যুগান্তকারী ৩১ দফা কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি এই ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।
শনিবার সকাল থেকে দিনভর মনিরুজ্জামান মনির তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় ছুটে যান। বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজার থেকে শুরু করে আলফাডাঙ্গার বানা বাজার পর্যন্ত তিনি পথসভা, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে দলের বার্তা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে দলীয় লিফলেট তুলে দেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। বানা বাজারের একজন প্রবীণ দোকানদার ক্ষোভের সাথে বলেন, "দেশের যা অবস্থা, তাতে পরিবর্তন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং জনগণের সরকার ক্ষমতায় আসবে।" সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রমাণ করে, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন লাভ করেছে।
দিনের কর্মসূচি শেষে শনিবার রাতে আলফাডাঙ্গা ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, "দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিএনপি জনগণের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আন্দোলন করছে। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকব।" আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিবিড় গণসংযোগ কার্যক্রমে মনিরুজ্জামান মনিরের সাথে ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল, বোয়ালমারী উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজ, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ ও দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবেরসহ তিন উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে।
What's Your Reaction?






