কালকিনিতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে একটি পাটক্ষেত থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত এলজিইডি অফিস সহকারী আবুল জলিল সিকদার (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার পর আবুল জলিল সিকদার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার সকালে মৌলভীকান্দি গ্রামের সেলিম তালুকদারের পাটক্ষেতে আগাছা পরিষ্কার করতে গেলে তাঁর ছেলে সাঈদ তালুকদার লাশটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের জামাতা জসিম উদ্দিন জানান, “সকালে আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছিলাম। এমন সময় আব্দুল আহাত নামে একজন ছেলে ফোন করে জানায়, বাড়ির পেছনে পাটক্ষেতে লাশের মতো কিছু একটা দেখা যাচ্ছে। পরে আমার স্ত্রী ও শ্যালিকা গিয়ে দেখেন, সেখানেই শ্বশুরের নিথর দেহ পড়ে আছে।”
ঘটনার বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আবুল জলিলকে একজন ভালো মানুষ ও সদালাপী ব্যক্তি হিসেবে জানতেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
What's Your Reaction?






