কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, ফের ১৬টি জলকপাট খুলে দেওয়া হলো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, “জলকপাটগুলো দিয়ে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।”
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮.৩৫ ফুট (মিন সি লেভেল), যেখানে ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট পর্যন্ত। হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে আসায় দ্বিতীয় দফায় জলকপাট খোলা হলো।
এর আগে চলতি মাসের ৫ আগস্ট রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের সব কটি জলকপাট প্রথমবারের মতো খোলা হয়। তখনও প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ধাপে ধাপে দেড় ফুট, আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়েছিল। পানির চাপ কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯টার দিকে সেগুলো বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু নতুন করে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আবারও কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর চলে যাওয়ায় বুধবার রাতে সব কটি জলকপাট খুলে দেওয়া হলো।
What's Your Reaction?






