কাপ্তাইয়ে মাদক কারবারি ও সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 26, 2025 - 07:31
 0  21
কাপ্তাইয়ে মাদক কারবারি ও সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী মো: সোহেল পাটোয়ারী ওরফে ভাঙ্গা সোহেল ও তার সহযোগীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদশা মাঝির ঘোনা সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক ও শীর্ষ সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ উঠে, সোহেল পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সেবন ও স্থানীয়দের শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। শান্তিপ্রিয় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের ওপর চলে আসে হামলা ও ভয়ভীতি। নির্যাতিত নারী-পুরুষরা মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিজেদের ভোগান্তির বর্ণনা দেন।

এলাকাবাসীর দাবি, কাপ্তাই ও রাঙ্গুনিয়া থানায় একাধিকবার অভিযোগ করা হলেও মামলা গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা এদিন মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow