কাজু বাদাম, আমের ক্যারেট ও তামাকের প্যাকেটে মায়ানমার থেকে সিগারেট পাচার

অনুপম মারমা, থানচি (বান্দরবান)
May 20, 2025 - 18:14
 0  5
কাজু বাদাম, আমের ক্যারেট ও তামাকের প্যাকেটে মায়ানমার থেকে সিগারেট পাচার

বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকা থেকে সাংগু নদীর পথে থানচি সদর হয়ে দেশের সমতলে মায়ানমারের সিগারেট Oris পাচার করছে একটি চোরাকারবারি চক্র। এই সিন্ডিকেট চক্রটি কাজু বাদামের বস্তা, আমের ক্যারেট ও তামাকের প্যাকেট ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পাচার চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়ে দুটি বড় চালান জব্দ করেছে।

গত ২৫ এপ্রিল বড় মদক থেকে সাংগু নদীপথে আমের ক্যারেটে লুকানো Oris সিগারেটের একটি চালান থানচি বাজারঘাট বিজিবি পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আবুল হোসেনের নেতৃত্বে জব্দ করা হয়। এ চালানে মোট ১,৯৯৮ প্যাকেট সিগারেট ছিল।

এরপর ১৯ মে থানচি-বান্দরবান সড়কে যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-জ ১৪-২৪৯০) এর লাগেজ বক্সে লুকানো আরও ৫০০ প্যাকেট Oris সিগারেট জব্দ করে বিজিবি। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জি বলেন, “সীমান্ত রক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান যতই শক্তিশালী হোক, কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।”

তিনি আরও বলেন, পাহাড়ে জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্ম-সামাজিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow