সরেজমিনে গিয়ে সোনাইমুড়িতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগের সত্যতা মেলেনি

সোনাইমুড়ী পৌরসভার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরলা গ্রামের সাহেবজাদা পোল থেকে বন্দে আলী মিয়া বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিনে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
সোমবার (২০ মে) সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেন একাধিক গণমাধ্যমকর্মী। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক সংস্কার কাজে কোনো অনিয়ম হয়নি, বরং এটি একটি দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান।
৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হারিছ আহমেদ বলেন, “এই অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ১৫ বছর ধরে রাস্তা অবহেলিত ছিল, এখন সংস্কার হওয়ায় আমরা খুশি।”
আরেক বাসিন্দা আক্কাস মিয়া জানান, “রাস্তার মাধ্যমে আমাদের গ্রাম ও আশপাশের গ্রামের মানুষের চলাচলে সহজতা এসেছে। আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।”
সড়ক সংস্কার কাজে স্থানীয় তদারকির বিষয়ে মনির আহমেদ বলেন, “আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজটি শেষ করতে দেখেছি। কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে।”
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল আজিম বলেন, “সড়কটি মেরামতে পুরোপুরি বাজেট ছিল না, মাত্র তিন লক্ষ টাকা বরাদ্দে জরুরি অংশ মেরামত করা হয়েছে। আমি নিজে গিয়ে তদারকি করেছি।”
উপজেলা প্রকৌশলী ও ওয়ার্ড কাউন্সিলর ইমদাদুল হক বলেন, “নিয়ম মেনেই কাজ হয়েছে। অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত কিনা, সেটি তদন্ত করে দেখা হবে।”
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার বলেন, “আমি ব্যক্তিগতভাবে দুইবার সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। কোথাও অনিয়মের প্রমাণ পাইনি।”
স্থানীয়দের মতে, একাংশের ভুল ও বিভ্রান্তিমূলক তথ্যের কারণে এই অভিযোগের সৃষ্টি হয়েছে, যা প্রকৃত চিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
What's Your Reaction?






