আলফাডাঙ্গায় তিন দিনের ‘ভূমি মেলা’ শুরু

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 25, 2025 - 14:19
 0  8
আলফাডাঙ্গায় তিন দিনের ‘ভূমি মেলা’ শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনের “ভূমি মেলা”। রবিবার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

মেলার উদ্বোধন উপলক্ষে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার শাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল অরা তীন সোফিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, “ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।”

ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা নিয়ে আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এমন আয়োজন ভূমি ব্যবস্থাপনার দুর্ভোগ হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow