সাভার থেকে অপহৃত শিশু ১৫ ঘণ্টার মধ্যে আদাবর থেকে উদ্ধার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 29, 2025 - 17:20
 0  1
সাভার থেকে অপহৃত শিশু ১৫ ঘণ্টার মধ্যে আদাবর থেকে উদ্ধার

সাভার থেকে অপহৃত হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ১০ মাস বয়সী এক শিশুকে রাজধানীর আদাবর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এই ঘটনায় জড়িত অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে সাভারের তেঁতুলঝড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ১০ মাস বয়সী শিশু মো. ইব্রাহিমকে অপহরণ করা হয়। শিশুটির বাবা একজন গার্মেন্টস কর্মী। তাদের প্রতিবেশী ভাড়াটিয়া মো. আব্দুল মতিন (৪১) পরিবারের অগোচরে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর অপহরণকারী আব্দুল মতিন শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে র‍্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।

মামলার পর র‍্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে ২৯ আগস্ট (মঙ্গলবার) রাতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে শিশু ইব্রাহিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow