বিজয়নগরে ২৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 29, 2025 - 16:59
 0  5
বিজয়নগরে ২৫ বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এক বিশেষ অভিযানে ৫৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গত ২৮ আগস্ট (সোমবার) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণুপুর বিওপি'র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা মো. নুর আলী মিয়ার ছেলে মো. আশিকুর রহমান (২৬) এবং একই এলাকার পূর্ব মেড্ডার বাসিন্দা মৃত মজনু মিয়ার ছেলে মো. আরিয়ান খন্দকার (২৬)।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত পিলার ২০১৩/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি'র সূত্র আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক বা চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর নজরদারি বজায় রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow