শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবিতে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 23, 2025 - 20:38
 0  8
শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবিতে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের রাজপথ। শনিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আগামীকালের (২৪ ঘণ্টার) মধ্যে বাবুলকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

এদিন বিকেলে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা ও সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দিলে এলাকাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।

সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা এবং প্রধান বক্তা হিসেবে এ. কে. কিবরিয়া স্বপন অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, "শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিলেও তার অনুসারীরা এখনো দেশজুড়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।"

তারা আরও বলেন, "নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেশের জনগণ মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।"

এ সময় বক্তারা দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার এবং দলের জন্য কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow