লামায় আবুল টোব্যাকো অফিসে ডাকাতি, সোশ্যাল মিডিয়ায় ৫ কোটি টাকার গুঞ্জন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
May 9, 2025 - 18:15
 0  5
লামায় আবুল টোব্যাকো অফিসে ডাকাতি, সোশ্যাল মিডিয়ায় ৫ কোটি টাকার গুঞ্জন

বান্দরবানের লামা উপজেলায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) ভোর রাতে পৌর শহর সংলগ্ন লাইনঝিরিস্থ প্রধান সড়কের পাশে অবস্থিত তামাক ক্রয় কেন্দ্রের অফিসে ডাকাত দল হামলা চালায়। অফিস স্ট্যাফকে মারধর করে আলমিরা থেকে টাকা নিয়ে যায় তারা। তবে লোহার সিন্ধুকটি ভাঙতে বা নিতে সক্ষম হয়নি ডাকাতরা।

ডাকাতির ঘটনায় ঠিক কত টাকা খোয়া গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ডাকাত দল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা নিয়ে গেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ঘটনার পরপরই লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। দুপুরে আবুল টোব্যাকোর এক কর্মকর্তা জানান, টাকার ভোল্ট অক্ষত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর ভোল্ট খুলে সঠিক পরিমাণ জানানো হবে বলে জানান তিনি।

এ ঘটনায় লামা সার্কেলের এএসপি আনোয়ার হোসেন, ওসি মোঃ তোফাজ্জল হোসেনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আবুল টোব্যাকো কোম্পানির তামাকপাতা ক্রয় প্রায় শেষের দিকে। ঠিক এমন সময় থানা থেকে মাত্র তিন মিনিট দূরত্বে এমন একটি সাহসী ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ রাতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় আশপাশের কেউই কোনো শব্দ শুনতে পাননি বলে দাবি করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow