রাজেন্দ্র কলেজ ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, বিশেষ করে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, সহ-সভাপতি মোহাম্মদ কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম এবং সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল।
সভায় বক্তারা একত্রিত হয়ে দ্রুত শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা জানান, যদি এ দাবি পূরণ না হয়, তবে আগামী দিনে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হবে।
এ কার্যক্রম ছাত্রদলের ঐক্যবদ্ধ সংকল্প ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকার হিসেবে চিহ্নিত হয়েছে।
What's Your Reaction?






