ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
May 15, 2025 - 18:28
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার এহতেশামুল হক।

এহতেশামুল হক জানান, প্রার্থীদের শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীরা শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় (PET) অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিল ২৮৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৮২ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ভিত্তিতে ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে অনুভূতি প্রকাশ করেন। পুলিশ সুপার নবনিযুক্তদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নবনিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে শিগগিরই প্রশিক্ষণে পাঠানো হবে বলে জানিয়েছে নিয়োগ বোর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow