মাগুরায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রলিচালকের মর্মান্তিক মৃত্যু

মাগুরায় দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম (২৮) নামে এক ট্রলিচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাগুরা-যশোর মহাসড়কের সদর উপজেলার আঙ্গারদহ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের হাসানুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ইসলাম নিজের তিন চাকার ট্রলি নিয়ে জাগলা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি দ্রুতগতির ট্রাক তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার তীব্রতায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






