ভাঙ্গায় নির্বাচনকে সামনে রেখে গনঅধিকার পরিষদের আলোচনা সভা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 25, 2025 - 13:30
 0  10
ভাঙ্গায় নির্বাচনকে সামনে রেখে গনঅধিকার পরিষদের আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় গণঅধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফরিদপুর-৪ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা’ শীর্ষক এ সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আতিকুল্লাহ হেলালের সঞ্চালনায় ও সাবেক উপজেলা আহ্বায়ক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোঃ ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ শেখ ও উপ-দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব।

এ ছাড়া সভায় রাজবাড়ী জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব বসির আহমেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাহাত মাতুব্বর, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয় মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow