মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
May 13, 2025 - 17:11
 0  14
মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মনোহর বিশ্বাস (৮৫) ও বড় বোন পারুল বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসকে নিয়ে তার দুই মেয়ে মাইক্রোবাসে করে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি এলাকায় সিলেট থেকে যশোরগামী টাইলস বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১১-৯০-১১) সঙ্গে মাগুরাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৮৩-৭৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শুকলা বিশ্বাস মারা যান।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন,
“টাইলস বোঝাই ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, দুর্ঘটনায় নিহত শুকলা বিশ্বাসের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মনোহর বিশ্বাস ও পারুল বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow