ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার জানান, শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে ৩০–৪০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, “আমাদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের পর থেকে গ্রামে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, গত ৪ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা নিহত হন এবং অন্তত ৪০ জন আহত হন। এরপর থেকেই এলাকায় থেমে থেমে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে চলেছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
What's Your Reaction?






