বালিয়াকান্দিতে বহিরাগত শিক্ষকের অশোভন আচরণে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে বহিরাগত এক শিক্ষকের অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। শিক্ষার্থীরা অভিযোগ করে, সোমবার বিকেল ৩টার দিকে প্রধান শিক্ষকের বন্ধুর পরিচয়ে নারুয়া মুনছুর আলী কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন নবম ও দশম শ্রেণির ক্লাস নেন। ক্লাসে তিনি ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন, যার মধ্যে ছিল হাত ধরা, পিঠে হাত দেওয়া এবং প্রেমের প্রস্তাবের মতো আপত্তিকর বক্তব্য।
এ বিষয়ে প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে শিক্ষার্থীরা জানায়। বরং তিনি অভিযুক্ত শিক্ষককে "পাগল" বলে মন্তব্য করেন।
অভিযুক্ত শিক্ষক মোঃ আওলাদ হোসেন বলেন, "আমি একটু ক্লাস নিয়েছি, তাতেই এতো নোংরামী! আপনারা লিখবেন লেখেন, এতে আমার কিছু আসে যায় না। আমিও দেখবো ওরা কী করতে পারে।"
প্রধান শিক্ষক পলাশ কুমার দে বলেন, ক্লাস চলাকালে শিক্ষক আওলাদ হোসেন উপস্থিত ছিলেন এবং পরে অভিযোগ ওঠে তিনি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। তিনি বলেন, “আমি বিষয়টি বিশ্বাস করি না, তবে তদন্ত হলে সঠিক তথ্য উঠে আসবে।”
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার তদন্তে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
What's Your Reaction?






