ফরিদপুরে চাপাইবিলে ২৪০ কেজি পোনা মাছ অবমুক্ত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 27, 2025 - 21:34
 0  2
ফরিদপুরে চাপাইবিলে ২৪০ কেজি পোনা মাছ অবমুক্ত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল চাপাইবিলে ২৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: শিরিন শারমিন খান।

চাপাইবিলের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্যরা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগ স্থানীয় মাছ চাষের উন্নয়ন ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষিত বেকার তরুণরা মৎস্য চাষের সঙ্গে যুক্ত হলে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow