পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাকি মিয়া (৬৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা মডেল স্কুল সংলগ্ন মন্টু মিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকি মিয়া পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মৃত মতিন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাকি মিয়া বাজার থেকে ভাগ্নের বাসায় ফিরছিলেন। মডেল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হন।
পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?






