নোয়াখালীতে অবৈধভাবে বালু মজুত করায় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে বালু মজুত করে পরিবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ মে) সকালে হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন।
জানা যায়, বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিল দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বালু মজুত করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন। এতে রাস্তাঘাট নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। অভিযানে অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন বয়ারচর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
What's Your Reaction?






