আখাউড়ায় ভূমি কর আদায়ে ৯৬ ভাগ সফলতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায়ে ৯৬ শতাংশ সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেছেন উপজেলা প্রশাসন। সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, “জনগণের অংশগ্রহণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ভূমি সেবায় নতুন গতি এনেছে। ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে।”
দুই দিনব্যাপী ভূমি মেলা শুরু হয় সোমবার (২৬ মে)। মেলায় স্থাপিত তিনটি স্টলে অনলাইনে ভূমি কর পরিশোধ, খতিয়ান, পর্চা ও জমি-সংক্রান্ত তথ্য নিয়ে সেবা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। এতে বিভিন্ন উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজনের শেষ দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, জমির প্রকৃত মালিকানা প্রমাণে ‘দলিল, দাখিলা ও দখল’—এই তিনটি দিকের সমন্বয় থাকা জরুরি। এর যেকোনো একটির অনুপস্থিতি মালিকানা নিয়ে জটিলতা তৈরি করতে পারে। ভূমি কর না দিলে অনেকে সুযোগ নিয়ে ভুয়া দাবি করতে পারে, যা ঘরে তালা না দেওয়ার মতো অবহেলা।
আখাউড়াবাসীর প্রতি নিয়মিত ভূমি কর প্রদানের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জমির মালিকানা সুরক্ষায় এটি অপরিহার্য।
What's Your Reaction?






