দেওখোলায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: ৯৩ কার্ডের পণ্য কালোবাজারে বিক্রি

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
May 16, 2025 - 22:43
 0  6
দেওখোলায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: ৯৩ কার্ডের পণ্য কালোবাজারে বিক্রি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, মেসার্স রায়হান স্টোরের ডিলার রায়হান মিয়া বিতরণ না করা ৯৩টি কার্ডের টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৫ মে) দেওখোলা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা পণ্য ক্রয় করতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, এপ্রিল মাসে ইউনিয়নে ৭৩৬টি কার্ডের জন্য টিসিবির পণ্য বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ১ থেকে ১৫ দিন পর্যন্ত পণ্য বিতরণের সময়সীমা থাকলেও ডিলার রায়হান মিয়া মাত্র দুইদিনেই ৬৪৩টি কার্ডে পণ্য বিতরণ সম্পন্ন করেছেন।

স্থানীয়দের দাবি, অবশিষ্ট ৯৩টি কার্ডের তেল, ডাল ও চিনি নিয়ম অমান্য করে বিক্রি করে দেন ডিলার রায়হান মিয়া। এ বিষয়ে জানতে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি বলেন, "তারা ইচ্ছেমতো মালামাল বিতরণ করেছেন।"

এদিকে, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, "বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এলাকাবাসী টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা ও সঠিক নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow