থানচিতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ন বলিপাড়া জোনের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা (অ. দা.) কাঞ্চন দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে তিন্দু ইউনিয়নে পাহাড়ি নারী খুন, থানচি-বান্দরবান সড়কের জীবননগর এলাকায় যাত্রীবাহী বাসে যাত্রী নামিয়ে বাস ভাঙচুর, শিলা ঝিরিতে বাস চালক ও হেলপারের ওপর হামলা এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট রাস্তার উন্নয়নকাজে বাধা প্রদানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান।
কমিটি সদস্যরা এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি থানচি-বান্দরবান সড়কে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও মোতায়েন জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।
সভায় সকল সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?






